অভিভাবকদের অভিযোগ, স্কুলের বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে। কিন্তু, সব দেখেও সারাইয়ের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Kharagpur: ক্লাস চলাকালীন মাথার উপর ভেঙে পড়ল চাঙড়, খড়্গপুরে গুরুতর আহত ক্লাস থ্রি-র দুই পড়ুয়াব্যাপক চাঞ্চল্য গোটা স্কুলে

খড়্গপুর: চলছিল স্কুল। আচমকা মাথার উপর ভেঙে পড়ল ছাদের চাঙড়। ক্লাস ভাসল রক্তে। গুরুতর আহত দুই স্কুল পড়ুয়া। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে খড়্গপুরে (Kharagpur)। এদিন সকালে খড়্গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ে রোজকার মতোই ক্লাস চলছিল। আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে ছাদের চাঙড়। তাতেই গুরুতরভাবে আহত হয় ক্লাস থ্রি-র দুই পড়ুয়া। দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। 


অভিভাবকদের অভিযোগ, স্কুলের বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে। কিন্তু, সব দেখেও সারাইয়ের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলে ঢুকে যাচ্ছে নালার জল। বারবার ভেঙে পড়ছে চাঙড়। জীবন হাতে করে স্কুল করছে পড়ুয়ারা। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। শেষে আজ আবার ঘটল একই ঘটনা। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours