আবারো মধ্যযুগীয় কুসংস্কারের ছায়া কাকদ্বীপে।
সাপের কামড়ে মৃত শিশুকে ভেলায় করে নদীতে ভাসালো পরিবার এবং গ্রামবাসীরা। খবর পেয়েই নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠায় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত প্রসাদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত প্রসাদপুর এলাকায় সাপের কামড়ে মৃত্যু হয় আড়াই বছরের এক শিশুর। মৃত শিশু তুসান দাস (বয়স আড়াই বছর)। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর বেলা নিজে বাড়িতে ছোট্ট তুসানকে সাপে কামড়ায়। তারপর পরিবারের তরফে তুষানকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তুসাণের। পরে ছোট্ট টাসানের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। মধ্যযুগীয় কুসংস্কার মতে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা সাপের কামড়ে মৃত আড়াই বছরের শিশু টাসাণের মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেয় নদীতে। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নদীতে ভেলাটি ভাসতে ভাসতে প্রসাদপুর এলাকায় নদী বাঁধের পাইলিনের গায়ে গিয়ে ঠেকে। তখনো ওই ভেলাটিতে চিরঘুমে আচ্ছন্ন রয়েছে ছোট্ট তুসান। পরে বিষয়টি চারিদিকে চাউর হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। পুলিশ পৌঁছে নদীতে থাকা ভেলা থেকে আড়াই বছরের শিশু তুসাণ দাসের মৃতদেহ উদ্ধার করে কাকদীপ মরগে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
Post A Comment:
0 comments so far,add yours