রবিবার সকালে ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর এলাকায়,
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর এলাকায় ঝোপের ভেতরে বস্তাচাপা অবস্থায় ড্রামটি রাখা থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বস্তা সরিয়ে দেখেন ড্রাম ভর্তি বোমা রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। তবে কে বা কারা এই বোমাগুলো মজুত করেছিল, দুষ্কৃতীদের খোঁজ চালাতে ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। গত বুধবার এই আবাদ ভগবানপুর এলাকা থেকে টোটোতে করে বোমা পাচারের সময় চারটিটি ড্রাম ভর্তি ৬৫টি বোমা উদ্ধার হয়েছিল।
আবারো রবিবার সকালে ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়াল ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর এলাকায়,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours