সাগরের মেয়ের বিশ্বজয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পেল সাফল্য
বিশ্বজয় করে বাড়িতে ফিরেলেন সাগরের মেয়ে রাজেশ্বরী দাস। কানাডায় আয়োজিত হয় বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস। সেখানে হাইজাম্পে সোনা ও ট্রিপল জাম্পে রুপো এবং লংজাম্পে ব্রোঞ্জ পান তিনি
রাজেশ্বরী দিল্লির সিআইএসএফ-এর হেড কনস্টেবল পুলিশ ও ফায়ার দফতরের অধীনে কর্মরত। ২০২১ সালে তিনি কাজে যোগ দেন। প্রথমে অল ইন্ডিয়া পুলিশ গেমসে প্রথম হন তিনি। এরপর সেখান থেকে কানাডায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যান তিনি।
সাগরের সুমতিনগরে দরিদ্র পরিবারে জন্ম তাঁর। এই কথার ছাপ উঠে এসেছে রাজেশ্বরীর কথাতেও। তিনি জানান তাঁর বাবা চাষাবাদ করে তাঁকে বড়ো করে তুলেছে। বর্তমানে সাগরে একটি ওষুধ দোকান রয়েছে তাঁর বাবা সত্যব্রত দাসের।
মেয়ের এই সাফল্যে খুবই খুশি তিনি। রাজেশ্বরী বাড়িতে ফিরলে তাঁকে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে এরপর সাগরের খানসাহেব আবাদ স্কুলের পক্ষ থেকে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে গাড়িতে করে সাগরের গর্ব কানাডায় ভারতের হয়ে একের পর এক পদকজয়ী রাজেশ্বরী দাস কে স্কুলে নিয়ে আসা হয় এবং ওই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়,পরে সাগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং সাগরের একাধিক স্কুল ও একাধিক জায়গায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের মাধ্যমে,
বর্তমানে ওড়িষার সিআইএসএফ এর এএসআই পদে পদোন্নতি হয়েছে তাঁর। কিছুদিনের মধ্যে কাজে যোগ দেবেন তিনি। মেয়ের এই সাফল্যে খুশি রাজেশ্বরীর পরিবারের লোকজন। শুধু রাজেশ্বরীর পরিবার নয় খুশি সাগরদ্বীপের আপামর বাসিন্দারা,
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours