আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
দেশের জন্য প্রাণ গেল আরও এক সেনা জওয়ানের
গত ৮ ই আগস্ট ডিউটিরত অবস্থায় ভারত - চীন সীমান্তে পূর্ব সিকিমের নাতুলাতে গভীর খাদে গাড়ি নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় ভারতীয় দুই সেনা জওয়ানের। একজন হলেন মহারাষ্ট্রের বাসিন্দা নায়ক পারভে কিশোর এবং অপরজন হলেন দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত রাজনগর শ্রীনাথগ্রামের বাসিন্দা সমিত মাইতি। বৃহস্পতিবার দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বছর ৩৫ এর সমিত মাইতির কফিনবন্দী মরদেহ এসে পৌঁছলো পরিবারের কাছে। ২০০১ সালে নামখানা নারায়ণ বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন মৃত সেনা জওয়ান সমিত মাইতি। বৃহস্পতিবার মৃত সেই ভারতীয় সেনা জওয়ান সমিত মাইতির কফিন বন্ধি মরদেহ প্রথমে আনা হয় নামখানা নারায়ণ বিদ্যামন্দির প্রাঙ্গনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। এদিন মৃত সেনা জওয়ান সমিত মাইতিকে শেষ শ্রদ্ধা জানাতে নামখানা নারায়ণ বিদ্যামন্দির প্রাঙ্গণে ভিড় জমায় এলাকার বহু মানুষ। নামখানা নারায়ণ বিদ্যামন্দির থেকে মৃত সেনা জওয়ান সমিত মাইতির কফিনবন্দী মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। মৃত সেনা জওয়ান সমিত মাইতিকে শেষবার চোখের দেখা দেখতে বাড়িতে তখন অপেক্ষারত বাবা, মা, স্ত্রী, সন্তান, আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা। জানা যায় নামখানার রাজনগর শ্রীনাথগ্রাম এলাকার মাইতি পরিবারের বড় সন্তান ছিলেন সমিত মাইতি। কলেজ জীবনের লেখাপড়া শেষ করেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সমিত। দেশকে রক্ষা করার শপথ গ্রহণ করেছিলেন তিনি। পরিবারের তরফে জানা যায় বেশ কয়েক মাস আগে গত বৈশাখে এক মাসের ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন সমিত। গত বৈশাখের একটি মাস পরিবারের সঙ্গেই কাটিয়েছিলেন সমিত। প্রতিদিনের মতন গত ৮ ই আগস্ট মঙ্গলবার সকালে বাবা মা এবং স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয়েছিল সমিতের। তারপরেই ওই একই দিনে অর্থাৎ ৮ ই আগস্ট মঙ্গলবার সমিতের পরিবারের কাছে পৌঁছয় তার মৃত্যুর সংবাদ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। নিজেদের বড় সন্তানকে হারিয়ে যেমন একদিকে কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা ঠিক তেমনি স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী সরমা মাইতি। তবে বাবা আর ফিরবে না কখনো এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না মৃত সেনা জওয়ান সমিত মাইতির দুই কন্যা সন্তান।
স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours