গ্রামের পুকুরের মধ্যে ঢুকে পড়ল কুমির,ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপের ফটিকপুর এলাকায় ,
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার ফটিকপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একজন গ্রামবাসী বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি ফেরার সময় গ্রামের ঢালাই রাস্তাতে দেখেন, একটি কুমির শুয়ে রয়েছে। লাইট মারার সঙ্গে সঙ্গে কুমিরটি রাস্তার পাশে থাকা গৌরহরি শাসমলের পুকুরে নেমে যায়। এরপরই গ্রামের ওই যুবক চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ওই যুবকের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় বনদপ্তরে ও কাকদ্বীপ থানায়। রাতেই ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। এরপর ওই পুকুরের পাশে থাকা একটি গাছে লাইট বেঁধে, তা জ্বালিয়ে দিয়ে গ্রামবাসীরা ও পুলিশ রাতে পাহারা দেয়। তবে রবিবার সকাল বেলায় বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই পুকুরটিতে তল্লাশি চালায়। পুকুরটিতে জাল টানা হয় ও বোম ফাটানো হয়। কিন্তু কুমিরটিকে আর দেখা যায়নি। গ্রামবাসীদের অনুমান, গভীর রাতে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হলে, কুমিরটি অন্যত্র চলে গেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে,
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours