অবশেষে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মৎস্যজীবীর ট্রলারটি উদ্ধার করলো অন্য মৎস্যজীবীদের ট্রলার দেখুন 

আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর ৩১ শে জুলাই সোমবার গভীর রাতে ঘাটে ফিরছিল এফবি গঙ্গাময়ী নামের ট্রলারটি। সেইসময় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার গভীরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ডুবন্ত টলার থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে মৎস্যজীবীরা। সেই সময় পাশের একটি ট্রলার ওই ১৭ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপে নিয়ে আসা হয়েছে 

অবশেষে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মৎস্যজীবীর ট্রলারটি উদ্ধার করলো অন্য মৎস্যজীবীদের ট্রলার দেখুন সেই ভিডিও কাকদ্বীপ ডটকমের মাধ্যমে

স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডলের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours