কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাট থেকে গঙ্গাসাগরগামী যাত্রীদের ভোগান্তি
রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ভাটার জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে গঙ্গাসাগরে আসা পুণার্থীরা। রবিবার সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ভেসেল পরিষেবা। যারফলে কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাটে হাজার হাজার যাত্রীর লাইন পড়ে যায়। চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়ে। শ্রাবণ মাসজুড়ে ভিন রাজ্যের পুণ্যার্থীরা আসেন কপিলমুনি মন্দিরে। স্বাভাবিক কারণে ভিড় বেড়েছে কয়েক গুন। কিন্তুু রবিবার সকালে কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসল ঘাটে কোন পুলিশকর্মীকে দেখা যায়নি যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরী হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজ হলেও বছরভর দুর্ভোগ লেগে থাকে বলে অভিযোগ
এদিন ওই বিষয়ে গঙ্গাসাগরে আসা পুণার্থীরা কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বলছেন শুনুন,
কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরগামী যাত্রীদের ভোগান্তির বিষয়ে সাগরের রুদ্রনগর থেকে প্রতিক্রিয়া দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours