নারায়নপুর বাস স্টপেজে একটি চলতি মোটর বাইকে হঠাৎই আগুন
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়নপুর বাস স্টপেজে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর একটি চলতি মোটর বাইকে হঠাৎ করেই আগুন লেগে যায়। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাইকটি। ঘটনাস্থলে ভিড় জমিয়েছে এলাকার বহু মানুষ। জানা যায় নামখানার দেবনগর এলাকার বাসিন্দা প্রভাত বেরা কাকদ্বীপের দিক থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন বাইক চালিয়ে। বাড়িতে ফেরার পথে ওই বাইক আরোহী প্রভাত বাবু লক্ষ্য করেন নারায়ণপুর বাস স্টপেজের কাছে তার চলন্ত বাইকে আগুন জ্বলতে শুরু করেছে। তড়িঘড়ি রাস্তার উপর বাইক ফেলে ছুটে দূরে সরে যান বাইক আরোহী প্রভাত বেরা। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বাইকটি। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ,
দাউ দাউ করে জ্বলতে থাকা সেই বাইকের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে,
স্টাভ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours