মৌসম ভবনের তরফে আগামী তিনদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে আজ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Cloudburst in Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টি নামল হিমাচলের সোলানে, মৃত কমপক্ষে ৭, বন্ধ ৪৫০-টিরও রাস্তাহিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি।
ফের বৃষ্টির ফাঁড়া হিমাচলে। মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst) নামল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলানে। জলের তোড়ে ভেসে ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের। কোনওমতে উদ্ধার করা হয়েছে ছয়জনকে। অন্যদিকে, বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। জলে ভেসে গিয়েছে গাড়িও। ভারী বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে, যার কারণে রাজ্য জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সোলান জেলার মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। কমপক্ষে ২টি বাড়ি ও একটি গোশালা জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours