ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ধূপগুড়িতে। ভোটগণনা হবে ৮ সেপ্টেম্বর।

রাজ্যে ফের নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনেরজাতীয় নির্বাচন কমিশন

কলকাতা: রাজ্যে ফের উপনির্বাচন। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ধূপগুড়িতে। ভোটগণনা হবে ৮ সেপ্টেম্বর। একইসঙ্গে ঝাড়খণ্ড, কেরল, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডেও কিছু বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সব মিলিয়ে ৬ রাজ্যের সাতটি আসনে উপনির্বাচন আয়োজিত হবে ৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে গেরুয়া আবির উড়েছিল। বিজেপির থেকে বিধায়ক হয়েছিলেন বিষ্ণুপদ রায়। গতমাসেই ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তাঁর। এবার সেই শূন্য আসনে উপনির্বাচন হতে চলেছে।


বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদবাবু। কিন্তু অধিবেশনে আর যোগ দেওয়া হয়নি। তার আগেই শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম-এ ভর্তি করতে হয়েছিল বিজেপি বিধায়ককে। শেষে ২৫ জুলাই হাসপাতালেই মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়কের। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ১৭ অগস্ট। ১৮ অগস্ট মনোনয়নের স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ অগস্ট।

উল্লেখ্য, ধূপগুড়ির বিধানসভা কেন্দ্র আরও একবার নিজেদের দখলে রাখতে মরিয়া বঙ্গ বিজেপি শিবির। রবিবারই ধূপগুড়িতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিষ্ণুপদ রায়ের স্ত্রীকেই সেখান থেকে প্রার্থী করতে চান তাঁরা। এখন দেখার উপনির্বাচনেও ধূপগুড়ি থেকে গেরুয়া আবির ওড়াতে কতটা সফল হয় পদ্ম শিবির।


পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ছাড়াও ঝাড়খণ্ডের ডুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার বক্সানগর ও ধানপুর, উত্তর প্রদেশের ঘোসি ও উত্তরাখণ্ডের বাগেশ্বরে উপনির্বাচন হবে ওই দিনে। উল্লেখ্য, ত্রিপুরার ধানপুর আসনটি থেকে বিধায়ক ছিলেন প্রতিমা ভৌমিক। তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিমা ভৌমিকের ছেড়ে যাওয়া ধানপুরেও ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours