নামখানার বেহাল নদী বাঁধ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি

নামখানার ফ্রেজারগঞ্জে দাস কর্নার, হাতি কর্নার সহ একাধিক বেহাল নদী বাঁধ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব গন। এদিন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্বল নদী বাঁধ পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি ফ্রেজারগঞ্জের হাতি কর্নার এলাকায় বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বেশ কিছু পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। ঠিক তার পরেই ফ্রেজারগঞ্জ এর পূর্ব বিজয় বাটি এলাকায়ও নদী বাঁধ পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি। এদিন ফ্রেজারগঞ্জ এলাকায় উপস্থিত হয়ে আগামী দিনে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষদের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফে পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার।


ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours