মুড়িগঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে BDO সুদীপ্ত মণ্ডল

২৫ শে আগস্ট শুক্রবার দুপুরে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল,এদিন ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, এদিন সাগরের বিডিও সুদীপ্ত মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর গ্রামীণ হাসপাতালের BMOH অংশুমান বোস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দর প্রসাদ সিং,সাগর পঞ্চায়েত সমিতির সদস্য বুদ্ধদেব গাওনিয়া,সাগর পঞ্চায়েত সমিতির সদস্য সুতনু মাইতি,সহ অন্যান্যরা
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours