৩৮টি দলকে নিয়ে দিল্লিতে বৈঠক বসেছিল এনডিএ-র। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Narendra Modi on NDA meeting: 'সবার আগে দেশ, সবার আগে উন্নয়ন', এটাই NDA-র মন্ত্র, বৈঠক শেষে বললেন নরেন্দ্র মোদীনরেন্দ্র মোদী
Image Credit Source: Twitter
একদিকে যখন বেঙ্গালুরুতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে একাধিক দল, দিল্লিতে তখন বৈঠকে বসল এনডিএ। শরিক সহ ৩৮টি দল উপস্থিত ছিল সেই বৈঠকে। বৈঠক শেষে নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, ২০১৪ এবং ২০১৯- পরপর দুবার একক সংখ্য়াগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও শরিকদের নিয়েই সরকার গঠন করেছেন এনডিএ।


সবিস্তারে আসছে…
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours