জানা যাচ্ছে, চার বছর ধরে আইনজীবী সামসুদ্দিন ইডি-র আইনজীবী হিসাবে কাজ করেছেন। একাধিক অভিযুক্তের জামিন আটকেছেন। দীর্ঘদিন তিনি ইডি-র সঙ্গে যুক্ত।

Partha Chatterjee: জামিন পেতে মরিয়া, এবার ED-কে প্যাঁচে ফেলতে পার্থর হয়ে সওয়াল ইডি-রই প্রাক্তন আইনজীবীরপার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: জামিন পেতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ইডি-র প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ হলেন তিনি। ইডি-র প্রাক্তন আইনজীবী আর সামসুদ্দিন ইতিমধ্যেই পার্থর জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করেছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০১৪-২০১৮ সালে ইডি-র আইনজীবী ছিলেন সামসুদ্দিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন তিনি। সেই সূত্রে ইডি-র তদন্তের ধরন সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়।


আইনজীবী মহলের মতে, যে তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত আইনজীবী, তাঁকে যদি অভিযুক্তের তরফে দাঁড় করানো হয়, তাঁর কথার মারপ্যাঁচ অনেকটাই আলাদা হবে। কারণ তিনি তদন্তকারী সংস্থার তদন্তের ধরন সম্পর্কেই সম্যকভাবে অভিজ্ঞ। ইডি- ভবিষ্যতে পার্থকে কী ভাবছে, তাঁকে কোনও পথে চাপে রাখতে পারে, অভিজ্ঞতায় সেই সম্পর্কেই একটা ইঙ্গিত পেতে পারেন আইনজীবী। তাঁর সওয়াল-জবাবে জামিন পেতে অনেকটাই সুবিধা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের।

জানা যাচ্ছে, চার বছর ধরে আইনজীবী সামসুদ্দিন ইডি-র আইনজীবী হিসাবে কাজ করেছেন। একাধিক অভিযুক্তের জামিন আটকেছেন। দীর্ঘদিন তিনি ইডি-র সঙ্গে যুক্ত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours