কয়েক মিনিটের মধ্যে আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী, বিজিবি যখন আগুন লাগানোর কাজে ব্যস্ত, তখন স্থানীয় কয়েকজন বেশ কিছু দোকানের মালপত্রও লুঠ করতে শুরু করে।
ফের বাজারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত শতাধিক দোকানপ্রতীকী ছবি
ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গেল শতাধিক দোকান। নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সামগ্রী। আর এই সুযোগে লুঠপাট চালাতেও ছাড়ল না দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারের টেকনাফে বার্মিজ মার্কেটে। পুলিশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাতের দিকে আগুন লাগায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ পুরসভার উপরে বার্মিজ মার্কেটে আগুন লাগে। পরপর দোকান থাকায় আগুনের লেলিহান শিখার গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে শতাধিক দোকান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। তারপর খবর পেয়ে বিজিবি, দমকল বাহিনী ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪ ঘণ্টা ধরে সকলের মিলিত চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।

বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানান, আল আজিজ স্টোর নামক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী, বিজিবি যখন আগুন লাগানোর কাজে ব্যস্ত, তখন স্থানীয় কয়েকজন বেশ কিছু দোকানের মালপত্রও লুঠ করতে শুরু করে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours