আদিবাসী মহিলাদের উপর নির্মম অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে অভিনব আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ সমাবেশ। 


আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মিলন মোড় এলাকায় ঢোলাহাট "বিরসা মুন্ডা কল্যাণ সমিতির" উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। 
উল্লেখ্য ইতিমধ্যে মণিপুরী আদিবাসী মহিলাদের নির্মম নক্কারজনক ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে কয়েক শতাধিক আদিবাসী মহিলা এবং পুরুষ দিগম্বরপুরের বাবলাতলা মোড় থেকে  বিক্ষোভ মিছিল করে মিলন মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়, অন্যদিকে বিভিন্ন জায়গার ওই একই সম্প্রদায়ের মানুষজন মিছিল এবং বিক্ষোভ করতে করতে ঘটনাস্থলে আসে।শুরু হয় বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সবাই উপস্থিত ছিলেন ডোলাহাট বিরসা মুন্ডাকল্যাণ সমিতির সভাপতি গয়া রাম মুন্ডা, সম্পাদক অসীম কুমার  সিং, শুভজিৎ মুন্ডা বরুণ কুমার সিং ও  ৯টি শাখা সংগঠনের সদস্য ও সদস্যগন।




স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours