নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
প্রথম পরীক্ষায় পাশ রাজ্যের! ‘লাভের গুড়’ আদৌ পাবে চাকরিহারারা?
আমি না থাকলে তোকে কে দেখবে!’ মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে?
বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’
৫ লক্ষ টাকা পুড়ে গিয়ে নিঃস্ব সামশেরগঞ্জের ঘোষ পরিবার, নোট পুড়ে গেলে টাকা ফেরত পাওয়া যায় কি? জানুন
আদিবাসী মহিলাদের উপর নির্মম অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে অভিনব আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ সমাবেশ।
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মিলন মোড় এলাকায় ঢোলাহাট "বিরসা মুন্ডা কল্যাণ সমিতির" উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য ইতিমধ্যে মণিপুরী আদিবাসী মহিলাদের নির্মম নক্কারজনক ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে কয়েক শতাধিক আদিবাসী মহিলা এবং পুরুষ দিগম্বরপুরের বাবলাতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল করে মিলন মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়, অন্যদিকে বিভিন্ন জায়গার ওই একই সম্প্রদায়ের মানুষজন মিছিল এবং বিক্ষোভ করতে করতে ঘটনাস্থলে আসে।শুরু হয় বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সবাই উপস্থিত ছিলেন ডোলাহাট বিরসা মুন্ডাকল্যাণ সমিতির সভাপতি গয়া রাম মুন্ডা, সম্পাদক অসীম কুমার সিং, শুভজিৎ মুন্ডা বরুণ কুমার সিং ও ৯টি শাখা সংগঠনের সদস্য ও সদস্যগন।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours