তৃণমূল মুখপাত্রর বক্তব্য, 'তিনি সাংবিধানিক পদের সীমা লঙ্খন করে গিয়েছেন। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার শেষ হয়ে গিয়েছে। তিনি তারপর বিরোধীদের হয়ে প্রচার করে বেরাচ্ছেন।'

 'ইঁদুরের মতো ক্ষতি করছেন রাজ্যপাল', ভোটের আগের দিন বোসের মুুর্শিদাবাদ সফর নিয়ে কটাক্ষ কুণালেররাজ্যপালকে নিশানা কুণালের


কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে অশান্তির অভিযোগ। মনোয়ন পর্ব থেকে যে প্রাক নির্বাচনী অশান্তি, গোলমালের অভিযোগ উঠতে শুরু করেছিল, ভোটের এক দিন আগেও তা একইরকমভাবে উঠতে শুরু করেছে। এরই মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘুরে বেরাচ্ছেন বাংলার বিভিন্ন প্রান্তে। যেখানেই অশান্তির অভিযোগ উঠছে, সেখানেই চলে যাচ্ছেন তিনি। আজ মুর্শিদাবাদে গিয়েছেন রাজ্যপাল। ভোটের একদিন আগে রাজ্যপালের এভাবে পরিদর্শনে যাওয়া মোটেই ভালভাবে দেখছে না রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় মন্তব্য করেছেন রাজ্যপালের এই সফর নিয়ে। ভোটের আগে যখন কুলিং অফ পিরিয়ড চলছে, তখন রাজ্যপাল সেখানে গিয়ে ঘুরিয়ে বিরোধীদের প্রচারে সুবিধা পাইয়ে দিচ্ছেন বলেই অভিযোগ কুণালের।


এদিন বিকেল সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বললেন, ‘প্রচার শেষের সুযোগ নিয়ে ইঁদুরের মতো গর্ত দিয়ে ঢুকে তিনি ক্ষতি করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর এই রাজনীতি সফল হবে না।’ কুণালের ব্যাখ্যা, ভোটের প্রচার পর্ব শেষ হওয়া ও ভোটদানের মাঝে একদিনের ফাঁক রয়েছে। এই সময়টা তৃণমূল-সহ সব রাজনৈতিক দলের হাত-পা বাঁধা। সেক্ষেত্রে এইভাবে রাজ্যপাল পরিদর্শনে গিয়ে শাসক দলের ক্ষতি করার চেষ্টা করছেন। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে কুণালকে প্রশ্ন করা হয়েছিল রাজ্যপালের এই সফর নিয়ে। রাজ্যপালের সফরে কি ভোট প্রক্রিয়া ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকছে? সেই নিয়ে সাংবাদিকের প্রশ্নে রাজ্যের সাংবিধানিক প্রধানকে কড়া ভাষায় আক্রমণ করলেন কুণাল।

তৃণমূল মুখপাত্রর বক্তব্য, ‘তিনি সাংবিধানিক পদের সীমা লঙ্খন করে গিয়েছেন। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার শেষ হয়ে গিয়েছে। তিনি তারপর বিরোধীদের হয়ে প্রচার করে বেরাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি।’ রাজ্যপাল বিজেপি, কংগ্রেস, সিপিএম ও আইএসএফ-এর হয়ে বিভিন্ন ঘটনাকে ‘বিকৃত করে জনমানসে নেতিবাচক প্রভাব’ ফেলার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধীদের সুবিধা পাইয়ে দিতে ও তৃণমূলের বিরুদ্ধে নেতিবাচক প্রচার করতে তিনি চেষ্টা করছেন।’



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours