ভাইরাল ভিডিয়োতে দেখা গেল, একটি সাপের চোখ খুবলে খুবলে তা থেকে রক্ত বের করে দিয়েছে পাখিটি। কিন্তু তাতেও সাপটি হার মানতে রাজি নয়। তারপরেও সে লড়াই চালিয়ে যাচ্ছে। কঠিন টক্কর দেওয়ার চেষ্টা করছে, পাখিটার সঙ্গে যুঝে ওঠায় মগ্ন সাপটি।

ডিম চুরি করে খেয়েছিল, ঠোঁটে ঠুকরে সাপের চোখ খুবলে দিল ক্ষিপ্ত পাখিসাপের সঙ্গে বদলা নিল ছোট্ট একটা পাখি।
 সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত অগুনতি ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যেখানে আমরা জঙ্গলের প্রাণীদের অদ্ভুত সব কার্যকলাপ দেখতে পাই। জঙ্গলের কিছু এমন পরিস্থিতি থাকে, যা আমাদের অবাক করে দেয়। সেরকমই একটা ভিডিয়ো ফের বহু মানুষের নজর কেড়ে নিয়েছে। সেখানে দেখা গিয়েছে, ছোট্ট একটা পাখি লড়াই করছে বিরাট সাপের সঙ্গে।


সাপ এবং বেজির লড়াইয়ের ভিডিয়ো আমরা দেখেছি। কীভাবে বেজির ভয়ে একটা সাপ পিছু হটতে পারে, একাধিক বার আমাদের নজরে এসেছে তা। আবার ইঁদুর এবং বিড়ালের মধ্যে লড়াইয়ের ঘটনাও আমাদের জানা। একাধিক বার সেরকম ভিডিয়ো আমরা দেখেছি। তবে এই ঘটনা যেন সবকিছু ছাপিয়ে গেল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours