কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে।
Flood Situation: কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?বন্যায় ভাসছে তেলঙ্গনা
নয়া দিল্লি: কোথাও হড়পা বান, কোথাও ভূমি ধস, প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। তবে বৃষ্টির বিরাম এখনই মিলছে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালে দিল্লির বাসিন্দারা ঘুম ভেঙেই দেখেছেন, কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। ভোর থেকেই সেখানে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর প্রদেশ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলিতেও একই অবস্থা। অনেক জায়গায় নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। একদিকে বাড়ছে প্রাণের আশঙ্কা, অন্যদিকে বন্যায় জমি, রাস্তা সবকিছুরই ব্যাপক ক্ষতি হচ্ছে।
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে। আগামী ৪ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের মুম্বই ও বিদর্ভে। এছাড়া থানে, রায়গড়, রত্নগিরি, পুনেতে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার ফের দিল্লিতে বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। যমুনার জল ক্রমশ বাড়ছে।
Post A Comment:
0 comments so far,add yours