নামখানায় তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগ আই এস এফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের কাকদ্বীপ থানায়।


নামখানায় তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগে আই এস এফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো কাকদ্বীপ থানায়। শুরু হলো উলট পুরান নামখানায় তৃণমূল কর্মীদের মারছে কিনা আই. এস. এফ. কর্মী ?  
অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার বিশালক্ষী পুর ২২৪ নম্বর বুথ এলাকার। উল্লেখ্য দীর্ঘদিন ধরে জল নিকাশী ড্রেনের সমস্যা ছিল ঐ এলাকায়, আজ থেকে ওই কাজ শুরুর আগে মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীদেরকে সহযোগিতার কথা বলে তৃণমূল কর্মী সমর্থকেরা।
অভিযোগ মসজিদের মাইকে কেন ঘোষণা করা হলো, সেই অভিযোগে বেশ কয়েকজন আই এস এফ কর্মী এসে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু করে। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ এরপর তৃণমূল কর্মীরা কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদারের
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours