প্রথম ম্যাচে বারবার বাধা সৃষ্টি করেছিল বৃষ্টি। দ্বিতীয় ম্যাচে আফগান ব্যাটিং তাণ্ডব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সিদ্ধান্তই বিরাট ভুল হয়ে দাঁড়াল।

বাংলাদেশের বিশাল হার, আফগানিস্তানের কাছে সিরিজও খোয়াল
Image Credit Source: AFP
চট্টগ্রাম: আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর দিন হঠাৎই অবসর ঘোষণা করেন অধিনায়ক তামিম। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত বদলান। আপাতত বিশ্রামে তামিম। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইসে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারের পাশাপাশি সিরিজও খোয়াল বাংলাদেশ। বিস্তারিত এর এই প্রতিবেদনে।


প্রথম ম্যাচে বারবার বাধা সৃষ্টি করেছিল বৃষ্টি। দ্বিতীয় ম্যাচে আফগান ব্যাটিং তাণ্ডব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সিদ্ধান্তই বিরাট ভুল হয়ে দাঁড়াল। আফগানিস্তানের ওপেনিং জুটিই কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। রহমানুল্লা গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুই ওপেনারই সেঞ্চুরি করেন। জুটিতে যোগ করেন ২৫৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করে আফগানিস্তান। সাকিব আল হাসান ৫০ রান দিয়ে ২ উইকেট নেন।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মহম্মদ নইম এবং অধিনায়ক লিটন দাস যথাক্রমে ৯ ও ১৩ রান করেন। মিডল অর্ডারে উজ্জ্বল মুশফিকুর রহিম। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি পেসার এবাদত হোসেন। ৪৩.২ ওভারে মাত্র ১৮৯ রানেই অলাউট বাংলাদেশ। আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। আফগান স্পিনার মুজিব উর রহমানও ৩ উইকেট নেন। রশিদ খান নেন ২ উইকেট। তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে নিল আফগানিস্তান। এখনও এক ম্যাচ বাকি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours