রেস্তোরাঁয় গিয়ে প্রিয় খাবার বা সুস্বাদু পদ খাওয়ার পর মনে হয় একটু জিরিয়ে নিলে ভাল হত। এমন রেস্তোরাঁও রয়েছে। সেখানে আপনি খাবার খেয়ে ঘুম দিতে পারেন নিশ্চিন্তে। রেস্তোরাঁর মধ্যে ঘুমনোর জন্য রয়েছে বিছানাও।

Bizarre Restaurant: এই রেস্তোরাঁয় খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারবেন আরামে, রয়েছে বিছানাও
কথায় রয়েছে, মানুষ খেতে চাইলে শুতে চায়। আর দুপুরের খাওয়া শেষ করে এমনই চোখে ভাতঘুম নেমে আসে। বাঙালি এই ভাতঘুম দিতে বেশ ভালবাসে। কিন্তু কাজের চাপে সেটা সবসময় সম্ভব হয় না। আবার যদি আপনি কোনও রেস্তোরাঁয় খেতে যান, সেখান থেকে বেরিয়েই ‘পাওয়ার ন্যাপ’ নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু এমনও এক রেস্তোরাঁ রয়েছে, যেখানে খাবার খাওয়ার পর ঘুমনোর ব্যবস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়ার দরুন থিম ক্যাফের চাহিদা বেড়েছে। কিন্তু এমন ধারা রেস্তোরাঁর কথা আগে শুনেছেন?


রেস্তোরাঁয় গিয়ে প্রিয় খাবার বা সুস্বাদু পদ খাওয়ার পর মনে হয় একটু জিরিয়ে নিলে ভাল হত। সেই সুযোগ কিন্তু রেস্তোরাঁয় থাকে না। কিন্তু সম্প্রতি টুইটারে এমন একটি রেস্তোরাঁর ঠিকানা ভাইরাল হয়েছে, যেখানে আপনি খাওয়া-দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিতে পারেন। ভাবছেন কোথায় এই রেস্তোরাঁ? জর্ডানের রাজধানী আম্মানে রয়েছে এমন রেস্তোরাঁ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours