সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। দীর্ঘ কয়েক ঘণ্টার খোঁজা খুঁজির পর অবশেষে সোমবার উদ্ধার নিখোঁজ মৎস্যজীবীর ক্ষত বিক্ষত মৃত দেহ। 




মৃত মৎস্যজীবী অনেশ্বর ফকির বয়স আনুমানিক ৫৬ বছর। পরিবার সূত্রে জানা যায় গত ৯ ই জুলাই কাঁকড়া ধরতে সুন্দরবনের কুস্তরী খাল এলাকায় যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার বাসিন্দা অনেশ্বর ফকির (৫৬) ও তার স্ত্রী ভগবতী ফকির (৪২) ।এরপর পরিবারের কাছে রবিবার বিকেলে স্ত্রী ভগবতী ফকির ফোন করে জানায় স্বামী অনেশ্বর ফকিরকে বাঘের টেনে নিয়ে গেছে। তার পর থেকে দীর্ঘ সময় খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই মৎস্যজীবী অনেশ্বর ফকিরের। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও বন দপ্তরে। পরে বনদপ্তরের কর্মীদের এবং অন্যান্য মৎস্যজীবীদের দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত সুন্দরবনের কলস দ্বীপের জঙ্গল থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ মৎস্যজীবীর ক্ষত বিক্ষত মৃত দেহ। সোমবার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় কাকদ্বীপ থানার পুলিশ, স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফকির পরিবারে,

দক্ষিণ ২৪ পরগনা থেকে ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours