*শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা*
‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
অবতরণের সময় দক্ষিণ সাইবেরিয়ায় আটলাই রিপাবলিক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং তার জেরে কপ্টারটিতে আগুন লেগে যায়।
Helicopter crash: মাঝ আকাশেই আগুন ধরে গেল হেলিকপ্টারে, তারপর...মাঝ আকাশেই আগুন ধরে গেল কপ্টারে।
মস্কো: অবতরণের সময়ই আগুন লেগে গেল যাত্রীবাহী হেলিকপ্টারটিতে (Helicopter)। পাইলট তড়িঘড়ি কপ্টারটি অবতরণ করালেও সকল যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ায়।
কপ্টার দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার আপৎকালীন মন্ত্রী। তিনি জানান, মিগ-৮ হেলিকপ্টারটি অবতরণের সময় দক্ষিণ সাইবেরিয়ায় আটলাই রিপাবলিক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং তার জেরে কপ্টারটিতে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট মিগ-৮ হেলিকপ্টারটিতে পাইলট ও ২ ক্রিউ সদস্য-সহ মোট ১৫ জন আরোহী ছিলেন। এদিনের অগ্নিকাণ্ডে কপ্টারটির মোট ৬ আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন।
Post A Comment:
0 comments so far,add yours