দ্বিতায়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল। পেনাল্টি থেকে তৃতীয় গোল তাঁর। ফারদিন আলি মোল্লার সৌজন্যে ৬১ মিনিটেই ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। এরপরই কিছুটা ছন্দপতন।

Mohun Bagan: ময়দানের সেই চেনা উন্মাদনা, ঘরের মাঠে মোহনবাগানের জয়
Image Credit Source: MOHUN BAGAN
মোহনবাগান ২০১৮ সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন। যদিও এরপর আর লিগে খেলছিল না মোহনবাগান। এ বার খেলার সিদ্ধান্ত নিয়েছে। বিদেশিহীন লিগ। মোহনবাগান অনূর্ধ্ব ২৩ দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে। লিগে এখনও অবধি মসৃণ গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান। এ দিন ডালহৌসি ক্লাবকে ৫-২ ব্যবধানে হারাল সবুজ মেরুন। হ্যাটট্রিক করলেন সুহেল ভাট। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


রবিবারের বিকেল সবুজ মেরুন সমর্থকদের জন্য আরও বেশি স্পেশাল। দীর্ঘ চার বছর পর ঘরের মাঠে নামল মোহনবাগান। নিজেদের মাঠে প্রিয় দলকে দেখার জন্য উপচে পড়ল ভিড়। কলকাতা ফুটবলের সেই চেনা উন্মাদনা। মাঠের বাইরে টিকিটের হাহাকার। তবে মাঠের ভেতরে ঢুকতে কিছুটা অন্য ছবি। গ্যালারির বেশ কিছু অংশ ফাঁকা। মূলত সদস্য গ্যালারির অনেকটা অংশ ফাঁকা। এমনকি সাধারণ গ্যালারির কিছু কিছু জায়গাও ভরল না। ছুটির বিকেলেও যে এমন ছবি দেখা যাবে, তা হয়তো অনেকেই প্রত্যাশা করেনি। সব ছাপিয়ে ফুটবলের উন্মাদনা ফিরল ময়দানে। মোহনবাগানের খেলা দেখতে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি টুটু বসু। প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু গ্যালারিতে বসে দলের জয় দেখলেন।

এ বারের লিগে দুর্দান্ত খেলছে মোহনবাগানের তরুণ দল। এই ম্যাচেও তার অন্যথা হল না। যদিও স্কোর লাইন আরও ভালো হতে পারত। শেষ দিকে দুটো গোল হজম করা, এক শতাংশ হলেও অস্বস্তি। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ২৫ ও ৪৩ মিনিটে জোড়া গোল সুহেল ভাটের। দ্বিতীয় গোলটি অনেক বেশি চোখ টানে। বল রিসিভ করেই টার্ন, দ্রুত গোলে শট। ওই টার্নেই কুপোকাত প্রতিপক্ষ ডালহৌসি ডিফেন্স।


দ্বিতায়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল। পেনাল্টি থেকে তৃতীয় গোল তাঁর। ফারদিন আলি মোল্লার সৌজন্যে ৬১ মিনিটেই ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। এরপরই কিছুটা ছন্দপতন। ৬৬ মিনিটে ডালহৌসির হয়ে এক গোল শোধ শিব হরির। ৮৬ মিনিটে আরও একটি গোল ফারদিনের। তবে দ্বিতীয়ার্ধের অ্যাডেড টাইমে আভাস কুন্ডুর গোলে ব্যবধান কমায় ডালহৌসি। ৫ গোল দিয়ে ২ গোল খাওয়া, সাময়িক অস্বস্তি হলেও ঘরের মাঠে জয়, সমর্থকদের হাসি চওড়া করল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours