ভারতের তিন বাহিনী মিলিয়ে ২৬৯ জন জওয়ান অংশ নিয়েছিলেন ফ্রান্সের জাতীয় দিবসের প্যারেড ও ফ্লাইপাস্টে। ভারতীয় বাহিনী যখন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রী নমো উঠে দাঁড়িয়ে তাঁদের স্যালুট জানান।


বাস্তিল দিবস উদযাপন হল প্যারিসে। ফ্রান্সের জাতীয় দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রিত। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশে বসে বাস্তিল দিবসের প্যারেড দেখছিলেন নমো। ফ্রান্সের জাতীয় দিবসের প্যারেডে শোনা গেল ‘সারে জাহাঁ সে আচ্ছা…’। ফ্রান্স-ভারত মিলেমিশে একাকার হয়ে গেল বাস্তিল দিবসের উদযাপনে। বন্ধু রাষ্ট্র ফ্রান্সের জাতীয় দিবসের প্য়ারেডে এবার অংশ নিয়েছে ভারতও। দেশের তিন বাহিনী মিলিয়ে ২৬৯ জন জওয়ান অংশ নিয়েছিলেন প্যারেড ও ফ্লাইপাস্টে। ভারতীয় বাহিনী যখন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিল, তখন প্রধানমন্ত্রী নমো উঠে দাঁড়িয়ে তাঁদের স্যালুট জানান।



ভারতীয় কনটিনজেন্টের কমান্ডারদের সঙ্গে দেখা করলেন নমো

মঞ্চে নরেন্দ্র মোদীর ঠিক পাশেই বসেছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। গোটা অনুষ্ঠান জুড়ে বিভিন্ন সময়ে নমোর সঙ্গে কথা বলতে দেখা গেল ম্যাক্রোঁকে। ঐতিহ্যবাহী এই বাস্তিল দিবস প্যারেডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় প্রধানমন্ত্রী মোদীকে বুঝিয়ে বলেন তিনি। ফ্রেঞ্চ প্রেসিডেন্টও আজকের দিনে ভারতকে পাশে পেয়ে আপ্লুত। টুইটারেও সেকথা জানিয়েছেন ম্যাক্রোঁ। সেই টুইটের উত্তর দিয়েছেন নমোও। লিখেছেন, ‘ফ্রান্সের মতো একজন বিশ্বস্ত বন্ধকে পাশে পেয়ে কোটি কোটি ভারতবাসী কৃতজ্ঞ। এই বন্ধুত্বের বন্ধন আগও মজবুত হোক আগামীতে।’



বাস্তিল দিবসের প্যারেডে মোদী ও ম্যাক্রোঁ

আজ বাস্তিল দিবসের প্যারেডে যখন ফরাসি বায়ু সেনার যুদ্ধবিমান আকাশে কেরামতি দেখাল, তখন ফ্লাইপাস্টে সামিল হল ভারতের রাফালও। ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল যুদ্ধবিমান গিয়েছে বাস্তিল দিবসে ফ্লাইপাস্টে অংশ নিতে। ভারতের তিন বাহিনীর কন্টিনজেন্টের দায়িত্ব থাকা কমান্ডারদের সঙ্গেও এদিন দেখা করেন মোদী ও ম্যাক্রোঁ। তাঁদের সঙ্গে হাত মেলালেন নমো। শুভেচ্ছা বিনিময় করলেন। সব মিলিয়ে বাস্তিল দিবসের প্যারেডে গোটা বিশ্বের কাছে ভারত-ফ্রান্স বন্ধুত্বের এক নতুন বার্তা দিলেন দুই বন্ধু মোদী-ম্যাক্রোঁ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours