অগস্টে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম কাউন্টার খোলা থাকবে। এছাড়া নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করা যাবে।

Bank Holiday in August: অগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত সূচিপ্রতীকী ছবি।
নয়া দিল্লি: আর সপ্তাহ খানেক পরই শেষ হয়ে যাবে জুলাই মাস। শুরু হবে অগস্ট মাস। এবারে অগস্ট মাসে ব্যাঙ্কে প্রচুর ছুটি রয়েছে। রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার-সহ মোট ১৪ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে। যার মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস, পার্সি নববর্ষ (শাহানশাহী), রক্ষা বন্ধন উৎসবের মতো রাষ্ট্রীয় ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যভিত্তিক ছুটি। ফলে যাঁদের ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাঁদের ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। একঝলকে দেখে নিন অগস্টে ব্যাঙ্কে ছুটির তালিকা।


ব্যাঙ্ক বন্ধ থাকবে

৬ অগস্ট (রবিবার) – রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ৮ অগস্ট (মঙ্গলবার): টেন্ডং লো রাম ফাট- সিকিমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১২ অগস্ট (শনিবার): সারা দেশে দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ১৩ অগস্ট (রবিবার): দেশে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ১৫ অগস্ট (মঙ্গলবার) : স্বাধীনতা দিবসে দেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ অগস্ট (বুধবার): পার্সি নববর্ষ (শাহেনশাহী)- মহারাষ্ট্রে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ অগস্ট (শুক্রবার): শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ- অসমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২০ অগস্ট (রবিবার): সারা দেশে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ২৬ অগস্ট (শনিবার) : চতুর্থ শনিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকে। ২৭ অগস্ট (রবিবার): দেশে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ২৮ অগস্ট (সোমবার): প্রথম ওনাম – কেরলের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ২৯ অগস্ট (মঙ্গলবার): থিরুভোনাম – কেরলে সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। ৩০ অগস্ট (বুধবার): রাখি উৎসব- রাজস্থান, হিমাচল প্রদেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৩১ অগস্ট (বৃহস্পতিবার): রাখি উৎসব, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, পাং-ল্যাবসোল উৎসব উপলক্ষ্যে উত্তরাখণ্ড, অসম, কেরল, উত্তর প্রদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours