বর্ষার মুখেই নদী বাঁধে ধস আতঙ্কিত উপকূলীয় এলাকার মানুষ। যেকোন সময় ধসে গিয়ে প্লাবিত হতে পারে গোটা গ্রাম। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নামখানা ব্লকের অন্তর্গত কালিস্তানের পূর্ব বিজয়বাটি গ্রাম। অভিযোগ গত বছর সব মাত্র ঢালাই রাস্তা সহ বাঁধ নির্মাণ করা হয়।এক বছর না যেতে যেতেই বাঁধে বড়সড় ধস। সামনেই পূর্নিমা ও অমাবস্যার বড় কোটাল আর এই দিন গুলিতে সমুদ্রের প্রবল ভাবে জল বাড়ার সম্ভাবনা থাকে। আর সেই চিন্তায় ঘুম উড়েছে কালীস্থান এলাকার মানুষ জনের। কারন জল বাড়লেই এই বেহাল বাঁধ ভেঙে গিয়ে আবারও প্লাবিত হতে হবে গ্রামের মানুষ জনকে। গত ইয়াস ঝড়ের সমুদ্রের জল বাঁধ উপছে গ্রামে প্রবেশ করে। প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। সেই সময় বাঁধ টির বেশ ক্ষতি হয়। গত বছর সবে মাত্র বাঁধ নির্মাণ করা হয় জিও চট ও বাঁশের পাইলিং দিয়ে। অভিযোগ এক টা বছর ঘুরতে না ঘুরতেই আবারও বাঁধে বড়সড় ধস। গ্রাম বাসীদের আরও অভিযোগ সঠিক ভাবে কাজ হয় নি তার ওপ র বাঁধ নির্মাণের টাকা তজরুপ করা হয়েছে। শাসক দলের এক অংশ এই কাজে জড়িত। প্রশাসন কে জানিও কোন কাজ হয়নি।
স্টাভ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours