দেশের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলার মাঝেই ধোঁয়াশা ছিল সুনীলের ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে। কোথায় যাচ্ছেন তিনি?
ক্লাব ফুটবলে ভবিষ্যৎ কী? অভিনব ঘোষণা সুনীল ছেত্রীর
Image Credit Source: ISL
বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। কিছুদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তাতে বড় অবদান ছিল অধিনায়ক সুনীল ছেত্রীর। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রেও বড় ভূমিকা ক্যাপ্টেনের। দেশের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলার মাঝেই ধোঁয়াশা ছিল সুনীলের ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে। কোথায় যাচ্ছেন তিনি? বিস্তারিত রইল এর এই প্রতিবেদনে।
বেঙ্গালুরুর সঙ্গে এখন যেন যেন আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে সুনীল ছেত্রীর। এই শহর এবং ক্লাব বড় প্রিয় হয়ে উঠেছে। তাই বেঙ্গালুরু এফসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সুনীল ছেত্রী। তবে সেই ঘোষণার ধরনটা অভিনব। যা সকলেরই নজর কেড়েছে। বেঙ্গালুরুতে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার সাফের সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নেমেছিল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। অবশেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে ভারত।
ফাইনাল নিশ্চিতের পরই বেঙ্গালুরু এফসিতে থাকার কথা ঘোষণা করেন সুনীল ছেত্রী। একটি টিফোতে লেখা, ‘আমি কোথাও যাচ্ছি না’। সেই টিফোর সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে সুনীল ছেত্রী।
Post A Comment:
0 comments so far,add yours