গত দু-বারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টিমের ওপরে ভরসা রাখছেন ব্রেথওয়েট।

India vs West Indies 2023, Toss: ভারতীয় দলে জোড়া অভিষেক, টস জিতে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দু-বার রানার্স। অ্যাসেজ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের নতুন পর্ব শুরু হচ্ছে ডমিনিকায়। সিরিজের প্রথম টেস্ট দু-দেশের জন্য ঐতিহাসিকও। ভারত, ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টে নামছে। দেখে নিন টস, একাদশ আপডেট। বিস্তারিত রইল -এর এই প্রতিবেদনে।


হেড বলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জেতেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। গত দু-বারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টিমের ওপরে ভরসা রাখছেন ব্রেথওয়েট।

রোহিত বলছেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। বার্বাডোজে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।’ এর আগে দুটো ফাইনাল। রোহিত বলছেন, ‘ধারাবাহিক ভাবে আমরা ভালো খেলেছি। সে কারণেই দু-বার ফাইনালে। এ বার স্কোয়াডে নতুন মুখ রয়েছে। টিম হিসেবে আরও উন্নতি করতে চাই।’


যশস্বী জয়সওয়ালের অভিষেক হবে, আগের দিনই জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গীও হচ্ছেন যশস্বী। তাঁর সঙ্গে টেস্ট অভিষেক ঈশান কিষাণের। ঋষবের অনুপস্থিতিতে এত দিন শ্রীকার ভরতকে খেলানো হয়েছে। তবে ব্যাট হাতে একেবারেই নজর কাড়তে ব্যর্থ ভরত। সে কারণেই ঈশান কিষাণকে দেখে নিতে চাইছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে টেস্ট অভিষেক হচ্ছে অ্যালিক আথানেজের।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রেথওয়েট, জেরমাইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, কেমার রোচ, তেজনারায়ণ চন্দ্রপল, রেমন রেইফার, জোসুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, অ্যালিক আথানেজ, রহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours