দলীপ ট্রফির সেমিফাইনালে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ পৃথ্বী শ। ২০২১ সালের জুলাইতে শ্রীলঙ্কা সফরে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন।

Prithvi Shaw: পূজারার মতো ব্যাটিং পারব না, কোন প্রেক্ষিতে বললেন পৃথ্বী শ!
Image Credit Source: Twitter
কেরিয়ারের শুরুটা হয়েছিল ঝলমলে। হঠাৎই হারিয়ে যাওয়া। এখন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেই দেখা যায়। জাতীয় দলে প্রত্যাবর্তন কঠিন। হাল ছাড়ছেন না পৃথ্বী। তার জন্য অবশ্য খেলার ধরন পাল্টাবেন না, পরিষ্কার করে দিয়েছেন। বরং বেশ ঘুরিয়ে এবং বুদ্ধিদীপ্ত জবাব মুম্বই ব্যাটারের। দলীপ ট্রফি ফাইনাল নিশ্চিতের পর নানা বিষয়ে বলেন পৃথ্বী। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


দলীপ ট্রফির সেমিফাইনালে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ পৃথ্বী শ। ২০২১ সালের জুলাইতে শ্রীলঙ্কা সফরে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। টি-টোয়েন্টিতে সেই ম্যাচের পর জাতীয় দলে আর খেলা হয়নি। ধারাবাহিক ভালো কিছু ইনিংস খেলতে পারলে, হয়তো ফেরার রাস্তা খুলতে পারে। পৃথ্বী বলছেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি না, খেলার ধরন পরিবর্তন করতে চাই না। আমি কখনও পূজারা স্যারের মতো ব্যাটিং করতে পারব না, একই ভাবে পূজারা স্যার আমার মতো ব্যাট করতে পারবে না। আগ্রাসী খেলার ধরনই রাখতে চাইছি।’

যত বেশি সম্ভব ম্যাচ খেলাই লক্ষ্য পৃথ্বীর। প্রত্যাবর্তনের লক্ষ্যে তাঁর কাছে প্রতিটা রানই গুরুত্বপূর্ণ। পৃথ্বী বলছেন, ‘আমার কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি দলীপ ট্রফিতে খেলছি, নাকি মুম্বইয়ের হয়ে কোনও ম্যাচ, সেরাটা দেওয়া জরুরি।’


সেমিফাইনালে দু ইনিংসেই ভালো শুরুর পরও বড় রান না পাওয়া প্রসঙ্গে পৃথ্বী বলছেন, ‘নিখুঁত হওয়া সম্ভব না। সব সময়ই রান পাওয়ার মরিয়া চেষ্টা করি। টি-টোয়েন্টিতেও একই মানসিকতা নিয়ে ব্যাট করি। তার মানে এই নয়, টি-টোয়েন্টির মতো খেলার ধরন লাল বলেও থাকে। মূলত যেটা চেষ্টা করি, বোলারের মানসিকতার সঙ্গে খেলতে, তাঁকে বেলাইন করাই লক্ষ্য থাকে। বোলার কোন ডেলিভারি করতে চাইছে, সেটা নয়, বরং আমি কেমন ডেলিভারি করাতে চাইছি, সেটাই চেষ্টা করি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours