আগামী ৫ ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওর ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার সেই অভিযানের বিরুদ্ধে রাজ্যের অন্যান্য থানার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব। সাগর মন্ডল ৫ এর বিজেপির মন্ডল সভাপতি অনুপ সামন্ত এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের সময় একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এদিন নামখানা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিজেপি নেতা দিলীপ প্রধান কি বললেন শুনুন,
এদিন ওই বিষয়ে নামখানা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি অনাথ বরুন মাইতি কি বললেন শুনুন
নামখানা থেকে রিপোর্ট কাকদ্বীপ ডট কম,
বাইট_দিলীপ প্রধান বিজেপি
বাইট_অনাথ বরুন মাইতি নামখানা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি
Post A Comment:
0 comments so far,add yours