বেশির ভাগ ক্লাবেরই অনুরোধ মেনে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও রাজস্থান ইউনাইটেডের অনুরোধ রাখা যায়নি। হোম স্টেডিয়াম না থাকায় ক্লাব লাইসেন্স পেল না আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড।
লাইসেন্সিংয়ে ব্যর্থ ইউনাইটেড, অনুরোধ রাখলেও বেশ কিছু ক্লাবের আর্থিক জরিমানা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং কমিটির সভা হল। ইন্ডিয়ান সুপার লিগের তিন ক্লাবের অনুরোধ রাখল লাইসেন্সিং কমিটি। ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড কিছু শর্ত পূরণ করতে পারেনি। ফেডারেশনকে অনুরোধ করেছিল অব্যহতির জন্য। লাইসেন্সিং কমিটি এই অনুরোধ মেনে তাদের সময় দিল। তেমনই আই লিগের ছ’টি ক্লাব শ্রীনিধি ডেকান, গোকুলম কেরালা এফসি, মহমেডান স্পোর্টিং, রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স এবং আইজল এফসিও একই অনুরোধ করেছিল। তাদের অনুরোধও রাখল এআইএফএফ-র ক্লাব লাইসেন্সিং কমিটি। বিস্তারিত জেনে নিন
এর এই প্রতিবেদনে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ই-মেলে জানিয়েছে, ‘প্রিমিয়ার ১-এর তিনটি ক্লাব কিছু বিষয়ে অব্যহতির অনুরোধ করেছিল। তাদের অনুরোধ মেনে নেওয়া হয়েছে। তেমনই প্রিমিয়ার ২-এর সাতটি ক্লাবও একই অনুরোধ করেছিল।’ ক্লাব লাইসেন্সিংয়ে ব্যর্থ হলে টুর্নামেন্টে খেলতে পারবে না ক্লাবগুলি। বেশির ভাগ ক্লাবেরই অনুরোধ মেনে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও রাজস্থান ইউনাইটেডের অনুরোধ রাখা যায়নি। এর কারণ হিসেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা হোম গ্রাউন্ড হিসেবে কোনও মাঠ দেখাতে পারেনি। হোম স্টেডিয়াম না থাকায় ক্লাব লাইসেন্স পেল না আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড।
ক্লাবগুলির অনুরোধ মানা এবং লাইসেন্সিং না আটকালেও তাদের বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে। বিবৃতিতে ফেডারেশন আরও জানিয়েছে, ‘বেশ কিছু ক্লাবকেই আর্থিক জরিমানা করা হয়েছে। তেমনই রাজস্থান ইউনাইটেডকে বলা হয়েছে, কমিটির কাছে হোম গ্রাউন্ডের কাগজপত্র জমা দিতে। আমাদের লাইসেন্সিং কমিটি পুরোপুরি স্বচ্ছতার সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছে।’
Post A Comment:
0 comments so far,add yours