‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
এদিন গোটা বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম।
ইমাম হোসেনের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকে যাবে’, মহরমে টুইট মোদীরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi:) মুখে শোনা গেল নবী মহম্মদের দৌহিত্র হযরত ইমাম হোসেনের আত্মত্যাগের কথা। মহরমের দিন তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে করলেন টুইট। সেখানেই তিনি লিখলেন, ‘ন্যায়বিচার, মানবাধিকার ও সমাজে মানুষের মর্যাদা রক্ষায় প্রতি তাঁর দর্শন, আদর্শ, তাঁর দেওয়া প্রতিশ্রুতি, আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থেকে যাবে।’
এদিন গোটা বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম। দিকে দিকে তাজিয়া নিয়ে চলে শোভা যাত্রা। আরব থেকে ইরান, ভারত, বাংলাদেশ থেকে পাকিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সর্বত্রই দেখা যায় একই ছবি। শিয়া সম্প্রদায়ের অনেকেই শোকের প্রতীক হিসাবে কালো পোশাক পরেন। বুকে হাত চাপড়ে শোকের ধ্বনি তোলেন। বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে এই কারবালা। মক্কা-মদিনার পর এই কারবালাকেই মুসলিমরা তাঁদের সবচেয়ে পবিত্র ধর্মস্থান হিসাবে মনে করেন।
Post A Comment:
0 comments so far,add yours