এদিন এক নির্মল অনুগামী এগিয়ে এলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, "আমি এসব গ্রুপ করি না। নির্মলের সব প্রোগ্রামে আসি। এতদিন নির্মলের সবকটা প্রোগ্রামে এলাম। আজ অন্য গ্রুপের লোক হয়ে যাব নাকি?"

Doctor's Day: শোভনদেবকে নিয়ে 'টানাটানি' কলকাতা মেডিক্যালে; 'আমি এসব গ্রুপ করি না', বললেন মন্ত্রীমেডিক্যালের অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা: চিকিৎসক দিবসে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College & Hospital) একেবারে নাটকীয় ঘটনা। অভিযোগ, তৃণমূলের দুই চিকিৎসক শিবিরের রেষারেষির মধ্যে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে রীতিমতো টানাটানি চলে। কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক দিবসে মাদার অ্যান্ড চাইল্ড হাবে নির্মল মাজি-শান্তনু সেন চিকিৎসক দিবসের অনুষ্ঠান আয়োজন করেন। মেডিক্যালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে পাল্টা সভা ছিল সুদীপ্ত রায়-সুশান্ত রায় শিবিরের। এদিকে নির্মল মাজি, শান্তনু সেনদের অনুষ্ঠানে ছাপানো কার্ডে আমন্ত্রিত ছিলেন শোভনদেব। কিন্তু তিনি চলে যান সুদীপ্ত রায়ের অনুষ্ঠানে। সূত্রের খবর, জানতে পেরেই নির্মল-শান্তনুর শিবিরের লোকজন মন্ত্রীকে বলতে আসেন, আসল অনুষ্ঠান কোথায় হচ্ছে। এদিকে এই ঘটনায় বিরক্ত শোভনদেব। তবে দুই শিবিরের টানাপোড়েনে কোন‌ও অনুষ্ঠানেই যাননি স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।


এদিন এক নির্মল অনুগামী এগিয়ে এলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আমি এসব গ্রুপ করি না। নির্মলের সব প্রোগ্রামে আসি। এতদিন নির্মলের সবকটা প্রোগ্রামে এলাম। আজ অন্য গ্রুপের লোক হয়ে যাব নাকি?” যদিও পরে এ নিয়ে শান্তনু সেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের এখানে কোনও শিবির নেই। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হতে একসঙ্গে কাজ করি। আমরা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সরকারের সমস্ত সদর্থক কাজে পাশে থেকেছি, থাকবও। শোভনদেববাবু আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। আইএমএর অনুষ্ঠানে তিনি আগেও এসেছেন। আমাদের হয়ত কিছুটা আসতে দেরি হয়েছে বলে উনি অন্য কাজে চলে গিয়েছেন। ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours