এবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃষ্টি হবে আজ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও।

Bengal, Kolkata Weather: 'প্রথা' মেনে আজও ভিজবে ২১-এর মঞ্চ? হাওয়া অফিসের পূর্বাভাসে কোন বার্তা২১ জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাস।

কলকাতা: সকাল থেকেই মহানগরের আকাশ মেঘলা। অতি হালকা বৃষ্টিও হয়েছে বিক্ষিপ্তভাবে। শুক্রবার দিনভরই এমন আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৮৮ শতাংশ। তৃণমূলের শহিদ দিবস উদযাপন চলছে ধর্মতলায়। ফি বছর ২১ জুলাই বৃষ্টি হয় বেলা গড়ালেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, এই বৃষ্টি তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদের রূপ। গতবারও বৃষ্টি ভিজে শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্যের সময় যদিও বৃষ্টি অনেকটাই কমে যায়।


এবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃষ্টি হবে আজ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours