অভিযোগ, বিজেপি নেতা নিমাই সাহু কাপড় ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা।
ভোট ‘কিনতে’ গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিজেপি নেতা, রাজনৈতিক চাপানউতর নন্দীগ্রামেব্যাপক উত্তেজনা নন্দীগ্রামে
নন্দীগ্রাম: কোথাও মদ বিলির অভিযোগ, কোথাও আবার ভোট নিতে মুরগি বিলির অভিযোগ। এবার ভোট (Panchayat Election 2023) শুরুর কয়েক ঘণ্টা আগে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়ে গেলেন ওই বিজেপি (BJP) নেতা। যা নিয়ে জোর শোরগোল নন্দীগ্রামের দুই নম্বর ব্লক খোদামবাড়ি দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মনোহরপুর বুথে। অভিযোগ, এই বুথের বিজেপি নেতা নিমাই সাহু কাপড় ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দীর্ঘক্ষণ তাঁকে আটকেও রাখা হয়।
যদিও অভিযোগ উড়িয়েছে পদ্ম শিবির। এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলছেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। সবটাই তৃণমূলের চক্রান্ত। ওরা তো সেন্ট্রাল ফোর্স দেওয়ার নাম করে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের এখানে অনেক ব্লকে কোনও সেন্ট্রাল ফোর্স আসেনি। নির্বাচনের নামে প্রহসন চলছে।”
Post A Comment:
0 comments so far,add yours