শুভেন্দুর কড়া হুঁশিয়ারি, 'বহিরাগত কেউ গোলমাল পাকাতে ঢুকলে, তারা আর বাড়িতে ফিরবেন না... এটুকু বলতে পারি।' এরপরই নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, '(বহিরাগতরা) জেলে যাবে, নাকি অন্য কোথাও যাবে, সেটা পরে বলব। আমার দম আছে। আমার এলাকা, আমি বুঝিয়ে দেব।'

Panchayat Election 2023: বহিরাগতরা নন্দীগ্রামে গোলমাল পাকাতে ঢুকলে বাড়ি ফিরবে না: শুভেন্দুশুভেন্দু অধিকারী
Image Credit Source: নিজস্ব চিত্র
কলকাতা: শিয়রে পঞ্চায়েত ভোট। আর ২৪ ঘণ্টাও সময় বাকি নেই। আর এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে কলকাতায় সাংবাদিক বৈঠকে বহিরাগত দুষ্কৃতীদের ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে। নন্দীগ্রামে যদি বহিরাগত দুষ্কৃতীরা ঢোকার চেষ্টা করে? তাহলে কী ব্যবস্থা হবে? জবাবে শুভেন্দুর কড়া হুঁশিয়ারি, ‘বহিরাগত কেউ গোলমাল পাকাতে ঢুকলে, তারা আর বাড়িতে ফিরবেন না… এটুকু বলতে পারি।’ এরপরই নন্দীগ্রামের বিধায়কের সংযোজন, ‘(বহিরাগতরা) জেলে যাবে, নাকি অন্য কোথাও যাবে, সেটা পরে বলব। আমার দম আছে। আমার এলাকা, আমি বুঝিয়ে দেব।’


আগামিকাল পঞ্চায়েত ভোটের দিন বহিরাহত কেউ যদি নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করে, তাহলে প্রতিরোধ হবে বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। পঞ্চায়েতের জন্য কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকছে, কোথায় কুইক রেসপন্স টিম থাকছে, সেই সম্পর্কিত তথ্য সাংবাদিক বৈঠক চলাকালীনও আসেনি বিরোধী দলনেতার হাতে। সেই তথ্য হাতে পাওয়ার পর, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি। সাধারণ মানষ প্রস্তুত আছে। পুলিশের ভরসায় ভোট হয় না, হবেও না।’

উল্লেখ্য, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে আশঙ্কার কথা গতকালও শোনা গিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতার মুখে। সন্দেশখালি ও ক্যানিং থেকে ‘বাছাই করা গুন্ডা’ ভোটের আগে কেন্দামারিতে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছিলেন তিনি। শুভেন্দু এও বলেছিলেন, বিধায়ক হিসেবে তিনিই এলাকার সাধারণ মানুষের ‘চৌকিদার’। তবে ভোটের দিন শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করছে কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টেও গিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শুভেন্দু যেখানকার ভোটার, সেখানেই থাকতে হবে তাঁকে।


শুভেন্দুর এই হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। বলেছেন, ‘ওঁর এলাকাতেই তো মানুষ কাল বিক্ষোভ করেছে, বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এসব তো ওঁর এলাকাতেই হয়েছে। ওঁর পায়ের তলায় মাটি নেই। পূর্ব মেদিনীপুরে গো-হারা হবে। আর উনি কী বলবেন, আমরাই তো বলছি… নন্দীগ্রামে যদি বাইরের কোনও গুন্ডা এনে ঢোকায়… ভোটের দিন গন্ডগোলের জন্য বাইক বাহিনী… তাহলে আসবে বাইকে, ফিরবে স্ট্রেচারে। কোন শুভেন্দু বাঁচান, দেখব।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours