ফুলিয়ার বাসিন্দা পেশায় শিক্ষক অরবিন্দ প্রামাণিক দীর্ঘদিন থেকেই যুক্ত ছিলেন বাম রাজনীতির সঙ্গে। এলাকায় নানা আন্দোলনে নেতৃত্বও দিতে দেখা গিয়েছে তাঁকে।

CPIM: ভোটে হারতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা সিপিআইএম প্রার্থীরশোকের ছায়া গোটা পরিবারে

নদিয়া: তৃণমূলের চোখে চোখ রেখে নেমেছিলেন লড়াইয়ের ময়দানে। জোরকদমে করেছিলেন প্রচার। কিন্তু, মানতে হয়েছিল হার। পরিবার সূত্রে খবর, গণনা শুরুর পর থেকেই হারের আভাস পেয়েছিলেন শান্তিপুর বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৫ নম্বর বুথে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সিপিআইএম (CPIM) প্রার্থী অরবিন্দু প্রামাণিক। পরাজয়ের কথা জানতে পেরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 


ফুলিয়ার বাসিন্দা পেশায় শিক্ষক অরবিন্দ প্রামাণিক দীর্ঘদিন থেকেই যুক্ত ছিলেন বাম রাজনীতির সঙ্গে। এলাকায় নানা আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই যে প্রথম তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলেন এমনটা নয়। বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনবার গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন। একবার পঞ্চায়েত সমিতিতে সিপিআইএমের প্রার্থী হিসাবে জয় পেয়েছিলেন। কিন্তু, এবার নিজের এলাকা ছেড়ে লড়েছিলেন ২৪৫ নম্বর বুথে। কিন্তু, শেষ হাসি হাসতে পারেননি। ফল বেরোতে দেখা যায় হেরে গিয়েছেন তিনি।

তাঁর পরিবারের সদস্যরা বলছেন, পরাজয়ের খবর পেতেই মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন তিনি। বুধবার সকালে ঘাস মারার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। যদিও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রানাঘাট মহকুমা হাসাপাতালে ভর্তি করেন। যদিও সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হল না। এদিন সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours