গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে নিকটবর্তী অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Panchayat Election: রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ, যুব তৃণমূল নেতার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধেনাসরিন খাতুন

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের (Panchayat Election) শেষ দিনেও রাজ্যের নানা প্রান্ত থেকে এল লাগাতার অশান্তির খবর। রক্ত ঝরল মুর্শিদাবাদেও। যুব তৃণমূল (Trinamool Congress) নেতার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার রঘুনন্দনপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত গৃহবধূর স্বামী তথা সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবালের অভিযোগ, পাশের বাড়িতে গিয়েছিলেন তাঁর স্ত্রী নাসরিন খাতুন (২৩)। সেখান থেকে আসার পথেই তাঁর উপর আচমকা হামলা চালায় কংগ্রেসের লোকজন। 


গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে খবর পেয়ে এলাকায় যান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours