:স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দ্বাদশ শ্রেণির ইংরাজি ক্লাস চলছিল। তখন চতুর্থ পিরিয়ড। হঠাৎই ক্লাসরুমের সিলিং ফ্যান ভেঙে পড়ে ছাত্রীদের উপর।


দু'জনের আঘাত বেশি হলেও ক্লাসের বাকি ছাত্রীরা ভয় পেয়ে যায়। কেউ কেউ অসুস্থও বোধ করে।

School: ক্লাস চলাকালীন দুই ছাত্রীর মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান, ভয়ঙ্কর ঘটনা স্কুলেস্কুলের ছাত্রীদের মধ্যে আতঙ্ক।
Image Credit Source: TV9 Bangla
হুগলি: ভরা ক্লাস, দিদিমণি পড়াচ্ছিলেন। আচমকাই বিকট শব্দ। সমস্বরে চিৎকার করে ওঠে সকলে। ততক্ষণে দুই ছাত্রী কাতরাচ্ছে। মাথার উপর ভেঙে পড়েছে সিলিং ফ্যান। বৃহস্পতিবার বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। দুই ছাত্রীর মাথা সেলাই করতে হয়। তাদের হুগলি শ্রীরামপুর ওয়ালস (মহকুমা) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মাথার পিছনে আঘাত লাগায় স্ক্যান করানো হবে। প্রধান শিক্ষিকা নিবেদিতা হাঁটি জানান, দুই ছাত্রীর মধ্যে একজনের তিনটে সেলাই পড়েছে। আরেকজনেরও কপালে সেলাই করতে হয়েছে। ছাত্রীদের সমস্ত চিকিৎসার ভার স্কুলেরই বলে জানান তিনি।


স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দ্বাদশ শ্রেণির ইংরাজি ক্লাস চলছিল। তখন চতুর্থ পিরিয়ড। হঠাৎই ক্লাসরুমের সিলিং ফ্যান ভেঙে পড়ে ছাত্রীদের উপর। দু’জনের আঘাত বেশি হলেও ক্লাসের বাকি ছাত্রীরা ভয় পেয়ে যায়। কেউ কেউ অসুস্থও বোধ করে। শিক্ষিকা গৌরী মণ্ডল সে সময় ক্লাস নিচ্ছিলেন। তাঁর চোখের সামনেই ঘটে সবটা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours