সমবায়ের বোর্ডে মোট ১৫টি আসন রয়েছে। আর সেখানে বিরোধী প্যানেল ধারেকাছেই ঘেঁষতে পারল না। একতরফাভাবে ১৫টি আসনেই জিতল তৃণমূলপন্থী প্যানেলের প্রার্থীরা।

Co-operative Election: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমবায় ভোটে উড়ল সবুজ আবির, একতরফা জয় শাসকপন্থী প্য়ানেলেরকল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমবায় ভোট

কল্যাণী: পঞ্চায়েত ভোটে চওড়া হাসি ফুটেছে তৃণমূলের মুখে। আর এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনেও উড়ল সবুজ আবির। একতরফাভাবে জয় পেলেন শাসকপন্থী প্যানেলের প্রার্থীরা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ অ্যান্ড ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন ছিল গত শুক্রবার। সমবায়ের বোর্ডে মোট ১৫টি আসন রয়েছে। আর সেখানে বিরোধী প্যানেল ধারেকাছেই ঘেঁষতে পারল না। একতরফাভাবে ১৫টি আসনেই জিতলেন তৃণমূলপন্থী প্যানেলের প্রার্থীরা।


উল্লেখ্য, সমবায় নির্বাচনে মনোনয়ন পর্বের সময়েও অশান্তি ছড়িয়েছিল। সমবায় পরিচালন মণ্ডলীর নির্বাচনের মনোনয়ন ঘিরে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আশপাশের চত্বর। বিরোধী প্যানেলের লোকেদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। মারধরের অভিযোগও উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতর তৈরি হয়েছিল এলাকায়। বিরোধী পক্ষের একজন জখম হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। পরে অবশ্য কিছু প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে বিরোধীদের দাবি, সেগুলি শাসকপন্থী প্যানেলেরই ডামি প্রার্থী। শেষ পর্যন্ত ১৫টি আসনেই জয়ী হয়েছে তৃণমূলপন্থী প্যানেলের প্রার্থীরা।

সমবায় ভোটে জয়ের পর আজ সবুজ আবির উড়ল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। চলল মিষ্টিমুখ এবং আবির মেখে জয়ের উল্লাস। শাসকপন্থীরা বলছেন, জয়ের আনন্দ উদযাপন চলছে। এদিকে বাম কর্মচারী সংগঠনের নেতা মনোজ সিং বলছেন, ‘নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মনোনয়নের সময়ে বহিরাহতদের সাহায্যে, গা জোয়ারি করে আমাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। গেটে তালা বন্ধ করে রেখেছিল। পরে ওরা নিজেদের লোক দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করিয়ে বলতে চাইছে ভোট হয়েছে। যারা হেরেছে, তারাও ওদেরই লোক।’


উল্লেখ্য, পঞ্চায়েত ভোটেও ভূরি ভূরি অভিযোগ তুলেছিল বিরোধীরা। আর এবার সমবায়ের নির্বাচনেও আলাদা কিছু হল না। নির্বাচনের নামে ‘প্রহসনের’ অভিযোগ উঠছে এখানেও। বিরোধী প্যানেলের প্রার্থীদের মনোনয়নই তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours