শরীরের জন্য অ্যাভোকাডোর জুড়ি নেই। তবে শুধু শরীরের জন্যই নয়, চুলের জন্যও ভীষণ উপকারি এই তেল। অনেকেই রুক্ষ, শুষ্ক চুলের সমস্যায় ভোগেন। তাঁদের জন্য এই তেল ওষুধের মতো কাজ করে। অ্যাভোকাডো তেল চুলের আর্দ্রতা ফেরায়, জেল্লা বাড়ায়।

Hair Oil In Monsoon: বর্ষায় জেল্লা হারাচ্ছে চুল? সমাধান লুকিয়ে এসব বিশেষ তেলে, জানুন ব্যবহারচুলের ষত্নে তেল
চুলে তেল (Hair Oil) দেওয়ায় অনীহা অনেকেরই। তাই তেলের নাম শুনলেই নাক সিঁটকোয় বহু মানুষ। তবে জানেন কি মা-কাকিমাদের অমন ঘন সুন্দর চুলের রহস্য কিন্তু তেল। চুলের আর্দ্রতা বজায় থেকে শুরু করে চুলের বৃদ্ধি সবেতেই সাহায্য করে তেল। শুধু জানতে হবে সঠিক ব্যবহার।


বর্ষা আসলেও কমেনি গরম। এই ভ্যাপসা গরমে ঘামের কারণে ক্ষতি হচ্ছে চুলের। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলেই বিপদ। কয়েকটি বিশেষ তেল ব্যবহার করলেই ফিরবে চুলের হাল। এই তালিকায় কোন-কোন তেল রয়েছে, আসুন জেনে নেওয়া যাক…

নারকেল তেল: বাজারে যত তেলই আসুক, নারকেল তেলকে টেক্কা দিতে পেরেছে এমন তেলের সংখ্য়া নেই বললেই চলে। স্ক্য়াল্প ও চুলকে পুষ্টি জোগায় এই বিশেষ তেল। এছাড়া চুলের বৃদ্ধিতেও কাজে লাগে এই তেল। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours