গারো পার্বত্য অঞ্চলের সুশীল সমাজ মেঘালয়ের শীতকালীন রাজধানী তুরায় করার দাবিতে সরব হয়েছে। এর জন্য অনশনও শুরু করেছে তারা।

Meghalaya CM office attacked: মেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিস ঘিরল বিক্ষোভকারীরা, আহত কনরাড সাংমার ৫ নিরাপত্তারক্ষীমেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে হামলায় আহত নিরাপত্তারক্ষীরা।
তুরা: মণিপুর থেকে অসম, মিজোরাম, মেঘালয়- হিংসার আগুন ক্রমশ ছড়াচ্ছে গোটা উত্তর-পূর্বাঞ্চলে। এবার শীতকালীন পৃথক রাজধানীর দাবিতে উত্তাল হয়ে উঠেছে মেঘালয় (Meghalaya)। একেবারে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে হামলা চালাল একদল বিক্ষোভকারী। তাদের হামলায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রীর ৫ নিরাপত্তারক্ষী। তবে কনরাড সাংমা (CM Conrad Sangma) সুরক্ষিত রয়েছেন বলে মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে।


জানা গিয়েছে, বর্তমানে মেঘালয়ের রাজধানী হল শিলং। বেশ কিছুদিন ধরেই গারো পার্বত্য অঞ্চলের সুশীল সমাজ মেঘালয়ের শীতকালীন রাজধানী তুরায় করার দাবিতে সরব হয়েছে। এর জন্য অনশনও শুরু করেছে তারা। সোমবার একেবারে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে হামলা চালাল বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রীর অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। সেই পাথর হামলাতেই গুরুতর জখম হয়েছেন কনরাড সাংমার ৫ নিরাপত্তারক্ষী।

মুখ্যমন্ত্রী সাংমার আহত নিরাপত্তারক্ষীদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের মুখ্যমন্ত্রীর অফিসের ভিতর আনা হয়েছে। তাঁরা মেঝেতে শুয়ে রয়েছেন এবং মেঝেতে বসে তাঁদের পরিচর্যা করছেন মুখ্যমন্ত্রী সাংমা স্বয়ং।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours