জাতীয় দলের সদস্য আনোয়ার আলির কলকাতায় খেলার স্বপ্ন ছিল ছোট থেকে। সবুজ মেরুন জার্সি গায়ে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
Anwar Ali : সবুজ মেরুনে সই জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলির
Image Credit Source: Twitter
কলকাতা : এ বার সবুজ মেরুনের জার্সিতে দেখা যাবে ভারতীয় দলের সেরা স্টপার আনোয়ার আলিকে (Anwar Ali)। ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সদ্য সাফ জয়ী ফুটবলার সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant)। দেশের সিনিয়র ফুটবল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আনোয়ার। দেশের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেছেন। অনূর্ধ্ব ২০ আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করার নজির রয়েছে আনোয়ারের ঝুলিতে। জাতীয় দলে অত্যন্ত সফল আনোয়ারের কলকাতায় খেলার স্বপ্ন ছিল ছোট থেকে। সবুজ মেরুন জার্সি গায়ে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। গত জুন মাসে অনিরুদ্ধ থাপাকে ৫ বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান। এ বার জাতীয় দলের আরও এক সদস্যকে দলে নিল সবুজ মেরুন।
Post A Comment:
0 comments so far,add yours