বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাসেজ সিরিজের প্রথম দু-ম্যাচ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন ক্যামেরন গ্রিন। লিডস টেস্টে প্রত্যাবর্তন মার্শের।

England vs Australia, Ashes: চার বছর পর টেস্টে, প্রত্যাবর্তনে 'বাজবল' খেললেন মার্শ
Image Credit Source: Twitter
লিডস: কেরিয়ারের শততম টেস্ট খেলছেন স্টিভ স্মিথ। আকর্ষণের কেন্দ্রে তিনিই। স্মিথের মঞ্চে অনবদ্য ইনিংস অজি অলরাউন্ডার মিচেল মার্শের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাসেজ সিরিজের প্রথম দু-ম্যাচ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন ক্যামেরন গ্রিন। লিডস টেস্টে প্রত্যাবর্তন মার্শের। প্রথম দিনই চোখ ধাঁধানো পারফরম্যান্স। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পিচে ঘাস রয়েছে। মার্ক উড, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড শুরু থেকেই দাপট দেখালেন। ওয়ার্নারকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম ধাক্কা স্টুয়ার্ট ব্রডের। আর এক ওপেনার উসমান খোয়াজাকে বোল্ড করেন মার্ক উড। মার্নাস লাবুশেন এবং শততম টেস্টে নামা স্টিভ স্মিথ জুটি গড়ার চেষ্টা করেন। সেট হয়েও বড় ইনিংস এল না। চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন মিচেল মার্শের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours