‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়?
Vibhuvana Sankashti Chaturthi 2023: ৩ বছরে একবার পালিত হয় বিরল বিভুবন সংকষ্টী চতুর্থী! জেনে নিন শুভ মুহূর্ত ও মাহাত্ম্যছবিটি প্রতীকী
হিন্দু ক্য়ালেন্ডার অনুসারে, প্রতি তিন বছরে একবার আসে বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত। কারণ এই চতুর্থী ব্রত আধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়। তাই এই বিরল ও শুভ ব্রত পালন করলে সকল দুঃখের অবসান হয়। এই সময়ে শ্রাবণ মলমাসের শুক্লপক্ষ চলছে। পূর্ণিমার পর থেকে শুরু হবে কৃষ্ণপক্ষ। তারপরেই পালিত হবে বিভুবন সংকষ্টী চতুর্থী। এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়? পূজোর শুভ সময় কত ও চন্দ্র অর্ঘ্য সময় কতক্ষণ, তা জেনে নিন এখানে…
বিভুবন সংকষ্টী চতুর্থী
হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ অধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ৪ অগস্ট, শুত্রবার, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে শনিবার, ৫ আগস্ট সকাল ০৯টা ৩৯ মিনিটে। চতুর্থীর চন্দ্রোদয়ের সময়ের ভিত্তিতে ৪ আগস্ট বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত ও উপবাস পালিত হবে। বিভুবন সংকষ্টী চতুর্থী মলমাসের সংকষ্টী চতুর্থী বা মলমাসের সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত।
Post A Comment:
0 comments so far,add yours