অসমর্থিত সূত্রে খবর, ভোটের দিন সকাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। যদিও কমিশনের হিসাবে মৃতের সংখ্যা ৩।

Panchayat Election 2023: ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত টিভি-৯ বাংলা, ছিনিয়ে নেওয়া হল ক্যামেরাআক্রান্ত টিভি-৯ বাংলা

বানারহাট: সকাল থেকেই গোটা রাজ্যে চলল দেদার ছাপ্পা। বহু জায়গায় ভোট (Panchayat Election 2023) দিতে পারলেন না সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে উত্তরবঙ্গ (North Bengal), লাগাতার হিংসার খবর রাজ্যের নানা প্রান্ত থেকে। এরইমধ্যে ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে হামলার মুখে টিভি-৯ বাংলা। বানারহাট ব্লকের ১৫/৪৮ নাথুয়া বানিয়াপাড়া চৌরাস্তা হাইস্কুলে ছাপ্পা ভোট চলছে। এই অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগের তির তৃণমূলের দিকে। 


সেই খবর করতে গেলে ছিনিয়ে নেওয়া হয় টিভি-৯ বাংলার ক্যামেরা। আরও একাধিক সাংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপরেও হয় হামলা। আক্রান্ত টিভি-৯ বাংলার প্রতিনিধি রনি চৌধুরী। অভিযোগ, পুরো হামলা চলে পুলিশের সামনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours