তৃণমূল কর্মী সমর্থকদের পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল অঞ্চল সভাপতি মহম্মদ নাসির। তাঁর দাবি, এলাকায় হিংসা ছড়াতে কংগ্রেস এসব করছে। যদিও পাল্টা কংগ্রেস নেতা জিয়াউল রহমানের অভিযোগ, তৃণমূল ভয় পাচ্ছে।

ভোট প্রচার ঘিরে কংগ্রেস-তৃণমূলের ঝামেলা, বাড়িতে ঢুকে দেদার হুমকিহামলার অভিযোগ তৃণমূল সমর্থকের।
মালদহ: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের মানিকচক এলাকা। অভিযোগ, তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে মানিকচকের গোপালপুরের আশিনটোলায় তুমুল সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে তৃণমূল সমর্থক সাইরুল বিবির বাড়িতে আচমকাই একদল যুবক হামলা চালায়। তাঁরা সকলেই কংগ্রেসের বলে অভিযোগ। এদিকে ঘরে তখন মেয়ে, বউরা ছিলেন। তাঁরা ভয়ে কাঁপতে থাকেন। হামলাকারীরা বাঁশ, ইট নিয়ে চড়াও হন বলেও অভিযোগ। তৃণমূল করার জন্যই এই হামলা বলে জানান সাইরুন।


তৃণমূল কর্মী সমর্থকদের পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল অঞ্চল সভাপতি মহম্মদ নাসির। তাঁর দাবি, এলাকায় হিংসা ছড়াতে কংগ্রেস এসব করছে। যদিও পাল্টা কংগ্রেস নেতা জিয়াউল রহমানের অভিযোগ, তৃণমূল ভয় পাচ্ছে। তাই কংগ্রেসের প্রার্থীদের প্রচার করতে বাধা দিচ্ছে।

মহম্মদ নাসিরের কথায়, “আজ বিধায়কের সভা ছিল। আমাদের লোকজন তাই বাড়ি বাড়ি প্রচার করছিলেন। আমাদের মিটিংয়ে যোগ না দিতে কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে বলে আসে। গেলে প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। প্রশাসনকে লিখিত তো দেবই। কিন্তু কংগ্রেসের লোকজন যদি এভাবে হামলা করে তাহলে তো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বাইরে থেকে লোক এনে ঝামেলা করছে ওরা।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours